পুঠিয়ায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: মার্চ ১০, ২০২৪, ১:৩৩ অপরাহ্ণ


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি :দূর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো স্লোগানে রাজশাহীর পুঠিয়ায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (১০ মার্চ) সকালে এই অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানের শুরুতে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুঠিয়া রাজবাড়ী মাঠে গিয়ে শেষ হয়। সেখানে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, পুঠিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিজয় ঘোষ, পুঠিয়া পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজাহারুল ইসলাম, পুঠিয়া ফায়ার সার্ভিস এর ওয়ার হাউজ ইন্সেপেক্টর আরিফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।

Exit mobile version