পুঠিয়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: নভেম্বর ২, ২০২৪, ৮:৪৮ অপরাহ্ণ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি


‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’-শ্লোগানে রাজশাহীর পুঠিয়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায়ী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা সমবায় অফিসার মোঃ আবু মোতাল্লেম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সমবায় অফিসার অরুন কুমার সরকার, তানভীর মাযহার নবীন, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক প্রণয় অধিকারী সহ অনেকে উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ