সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী পুঠিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়। রোববার (২ জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসার সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম নূর হোসেন নির্ঝর। এ সময় উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক আ ন ম মোস্তফা কামাল, রাজশাহী বিভাগের পরিবার পরিকল্পনা পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, জেলা উপ-পরিচালক ড. কস্তুুরী আমিনা কুইন,
উপজেলা চেয়ারম্যন জি.এম. হিরা বাচ্চু, ভাইস চেয়ারম্যন আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, রাজশাহী সহকারী পরিচালক (সিসি) ডা. মো. মাহ্বুব আলম, রাজশাহী সহকারী পরিচালক (এফপি) মোসা. রাফিউন নাহার, মেডিক্যাল অফিসার (সিসি) ডা. আব্দুল বাতেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. দিলারা খাতুন সহ অনেকে উপস্থিত ছিলেন।