বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়াতে দরিদ্র মানুষের হাঁস-মুরগী ও গরু-ছাগলের কৃমিনাশক এবং ভ্যাকসিনেশনের জন্য ফ্রি ভ্যাটেনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পশ্চিম ভাগ নামক এলাকার আদিবাসী পাড়ায় ক্যাম্পের কার্যক্রম শুরু করা হয়।
পুঠিয়া উপজেলা প্রানিসম্পদ দপ্তরের উদ্যোগে ও ‘ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম’ পচামারিয়া শাখার সহযোগিতায় পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভিএস তানভীর আন্জুম অনিক, ‘ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম’ পচামারিয়া শাখার ব্যবস্থাপক সালাউদ্দীন সহ অনেকে উপস্থিত ছিলেন।