পুঠিয়ায় মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিকের শীতবস্ত্র বিতরণ

আপডেট: জানুয়ারি ৯, ২০২৫, ৯:১৭ অপরাহ্ণ

পুঠিয়া প্রতিনিধি


রাজশাহী জেলা পুঠিয়া উপজেলার ৩ নং বানেশ্বর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন রাজশাহী-৫ পুঠিয়া দুর্গাপুর আসনের সংসদ সদস্য পদের মনোনয়ন প্রত্যাশী মোঃ আবু বকর সিদ্দিক।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে উপজেলার বানেশ্বর মাছ আড়তে ২ নং বেলপুকুর ইউনিয়ন ও ৩ নং বানেশ্বর ইউনিয়নের সকল ওয়ার্ডের গরীব দুঃখী অসহায় দুস্থদের মাঝে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং রাজশাহী-৫ পুঠিয়া দুর্গাপুর আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ আবু বকর সিদ্দিকের তত্ত্বাবধানে শীতার্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন বেলপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল রাকিব, বানেশ্বর ডিগ্রি কলেজের সাবেক ভিপি রায়হান হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, বানেশ্বর বনিক সমিতির সভাপতি মতিউর রহমান, বেলপুকুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর, বেলপুকুর আইডিয়াল কলেজর শিক্ষক মাঝেজুল ইসলাম, বেলপুকুর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

এ বিভাগের অন্যান্য সংবাদ