পুঠিয়ায় মারকাযুস সুন্নাহ আস-সালাফী মাদ্রাসায় নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

আপডেট: জানুয়ারি ১৬, ২০২৫, ১:৪৪ অপরাহ্ণ


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি :


মারকাযুস সুন্নাহ আস-সালাফী মাদ্রাসায় নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০ টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর প্রাইম ব্যাংকের উত্তর পার্শ্বের বিল্ডিংএ মারকাযুস সুন্নাহ আস-সালাফীর কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবীন, বিদায়ী এবং ক্লাসে প্রথম, সেকেন্ড ও তৃতীয় স্থানকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ সাইদুর রহমান, আলহাজ্ব এনামুল হক, আলহাজ্ব গিয়াস উদ্দিন, আরিফুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলমসহ প্রতিষ্টানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দু উপস্থিত ছিলেন।

এখানে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পরিচালিত হয়। ডে-কেয়ার ইসলামী শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বয় সাধনে শিক্ষার্থীকে নির্ভেজাল তাওহীদ ও সহীহ সুন্নাহ আলোকে পড়াশোনা করানো হয়। বাংলা, আরবী ও ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তোলা।

ইসলামী আদব ও মাসনূন দোয়া সমূহ মুখস্ত করানো। শ্রেণি অনুসারে শিক্ষার্থীদের হাফেজ শিক্ষক দ্বারা কোরআন ও হাদিস মুখস্ত করানো। সহীহ কোরআন তেলাওয়াত, ইসলামী বক্তৃতা এবং কবিতা আবৃত্তি ইত্যাদি বিশেষ শিক্ষা প্রদান এবং বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান করানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ