পুঠিয়ায় ১০ কেজি গাঁজাসহ দু’জন গ্রেফতার

আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ১১:৪১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:পুঠিয়া উপজেলায় ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা একটি মোটরসাইকেল করে গাঁজা পাচার করছিল বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

১০ কেজি গাঁজাসহ গ্রেফতারকৃতরা হলেন, রংপুরের মিঠাপুকুর রহমতগঞ্জ গ্রামরে হাফিজার রহমানের ছেলে সবুজ মিয়া (৩০) ও একই জেলার কালিগঞ্জের থাকার রাধাকৃষ্ণপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে সোহাগ মিয়া (৩১)।
এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান। তিনি জানান, মোটরসাইকেলে একটি ল্যাগেজ ব্যাগে তারা গাঁজা পাচার করছিলেন। তারা গ্রামের মেঠোপথকে ব্যবহার করছিলেন পাচারের কাজে। এসময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তাদের কাছে একটি পালসার মোটরসাইকেল দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেলপুকুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ