পুঠিয়ায় ১৯৬ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: এপ্রিল ২২, ২০২৪, ১২:১৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল রোববার (২১ এপ্রিল) রাত ১১:৩০ টায় রাজশাহীর পুঠিয়া থানার বালিয়াঘাটি সোনারপাড়ায় অভিযান চালিয়ে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি চারঘাট থানার পশ্চিম বালিয়াডাঙ্গার ফিরোজ আলীর ছেলে সোহাগ আলী (২১)। এ সময় মোটরসাইকেল ১টি, মোবাইল ফোন ১টি, সিমকার্ড ১টি জব্দ করা হয়। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তিতে জানান হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল পুঠিয়া থানার বালিয়াঘাটি সোনারপাড়া গ্রামস্থ বালিয়াঘাটি সোনারপাড়া জামে মসজিদের পূর্বে কাঁচা রাস্তার উপর থেকে ফেন্সিডিলসহ আসামীকে গ্রেফতার করা হয়।

ধৃত আসামী জানায় যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিভিন্ন অভিনব কায়দায় রাজশাহী জেলার পুঠিয়া থানার বিভিন্ন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।
এ ঘটনায় পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ