নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল বৃহস্পতিবার (৬ জুন) রাত আড়াইটায়র পুঠিয়া থানার পুঠিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মাদকচক্রের তিন সদস্যকে ট্রাক ও মাদকসহ গ্রেফতার করেছে। ধৃত আসামীরা হলো-তানোর থানা হরিশপুরের ইয়াকত আলীর ছেলে আসামী নাজমুল হক (২৮), নগরীর রাজপাড়া থানার বশড়ির মতিউর রহমানের ছেলে রুবেল হোসেন এবং নওগাঁর মান্দা থানার শ্রীরামপুরের মৃত কোয়ামত উল্লার ছেলে হাবিবুর রহমান (৪৫)। খবর বিজ্ঞপ্তির।
ধৃত আসামীদের কআছ থেকে গাঁজা – ২৫ কেজি, পিকআপ ১ টি, মোবাইল ফোন ৩ টি, মিম কার্ড ৪ টি ও নগদ ৯ হাজার টাকা জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানান হয়, তথ্যের ভিত্তিতে রাজশাহীর পুঠিয়া থানার পুঠিয়া বাজারস্থ পাঁকা রাস্তার উপর ট্রাক তল্লাশি করে ২৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
ধৃত আসামিগণ সঙ্গবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ট্রাকে অভিনব পদ্ধতিতে সবজি ও আম পরিবহণের আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক কৌশলে সুদূর কুমিল্লা জেলার ভারতীয় সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।