পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নে নারী সমাবেশ ও মতবিনিময় সভা

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৪, ৯:৩৫ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এই রাজশাহী জেলা তথ্য অফিস এই সমাবেশের আয়োজন করে।

নারী সমাবেশ ও মতবিনিময় সভায় জিউপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসনেয়ারার সভাপতিত্বে জেলা তথ্য অফিসের পরিচালক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জিউপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য সাইদুর রহমান, হুমায়ুন কবির ও জেসমিন আরা খাতুন বিশেষ অতিথি হিসেবে এবং জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ, চলমান উন্নয়ন প্রকল্প, বাড়ির আশেপাশে শাকসবজির আবাদসহ সকল জমির সর্বোচ্চ ব্যবহারের গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা বাল্যবিবাহের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, শিশু ও মাতৃস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক, গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, তথ্য অধিকার প্রভৃতি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া নিপাহ ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রেজওয়ান মোরশেদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ