পুঠিয়ার বানেশ্বরে সড়ক বিভাগের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৪, ১০:১৮ অপরাহ্ণ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি


রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত জমিতে অবৈধ ভাবে দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে এলাকাবসীর পক্ষে মোঃ জাহাঙ্গীর আলম রাজশাহী সড়ক ভবনের নির্বাহী প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর-সারদা সড়কের শহিদ নাদের আলী স্কুলের দক্ষিণ পার্শ্বে নারদ নদী পর্যন্ত সড়ক ও জনপথের হাল দাগ ৩৮৭ ও ৩৮৮ দাগে ৫৯ শতক জমি রয়েছে। সেই জমিতে গত ১৫ তারিখে পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার শরিফুল ইসলাম ও চারঘাট উপজেলার মৌগাছি এলাকার আব্দুল আওয়াল সহ কয়েকজন খাল ভরাট করে টিনের ঘর নির্মাণ শুরু করে। এ সময় এলাকাবাসী প্রতিবাদ করেও কোন লাভ হয়নি। তারা জোরপূর্বক সেখানে ঘর নির্মাণ করে।

এলাকাবাসীর পক্ষে মোঃ জাহাঙ্গীর আলম জানান, সরকারী সম্পত্তি কিছু ভূমি দূর্বত্ত অবৈধ ভাবে জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ করে। এর ফলে ২টি গোরস্তান সহ এলাকাবাসীর যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জোর দাবী জানিয়েছেন।

শরিফুল ইসলাম জানান, যে জমিতে ঘর করিছি। সেই জমি আমাদের নামে রের্কড কৃত।

এ ব্যাপারে রাজশাহী সড়ক ভবনের উপ-বিভাগীয় প্রকৌশলী রেজওয়ানা করিম জানান, অভিযোগ পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে সার্ভেয়ার পাঠানো হবে। তারা যদি সড়ক ও জনপথের জায়গা দখল করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ