পুঠিয়ার বানেশ্বর সরকারি কলেজ ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ

আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ৯:১১ অপরাহ্ণ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি


শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী জেলার অধীনস্থ কলেজসমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজ ছাত্রদলসহ বিভিন্ন নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেয়।

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বানেশ্বর সরকারি কলেজ ছাত্রদলের সদস্যদের মধ্যে সদস্য ফরম বিতরণ করেন ডাকসুর সাবেক ভিপি প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য হাসেম আলী, পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন আহমেদ, সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিজান আব্দুল্লাহ, পুঠিয়া পৌর ছাত্রদলের আহবায়ক ছানোয়ার হোসেন, বানেশ্বর সরকারি কলেজ ছাত্রদল নেৎ রাজু আহমেদসহ ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ সে সময় উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর সাবেক ভিপি প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, দেশ ও দলের ক্রান্তিকালে যারা রাজপথে নিজেদেরকে প্রমাণ করেছেন এখন তাদের মূল্যায়ন করার সময়। ছাত্র লীগ, শিবির করছে এমন কাউকে যেন এখানে না দেখি এইটা নজর রাখবেন।

এই বানেশ্বর সরকারি কলেজ ছাত্রদলের কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করা হবে। দেশ, জনগণ ও দলের প্রয়োজনে সকল লড়াই সংগ্রামে ছাত্রদল অতীতের ন্যায় রাজপথে থাকবে বলে সকল নেতাকর্মীকে তিনি সর্বদা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version