রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজশাহীর পুঠিয়া থানার শিবপুরহাট এলাকায় অপারেশন চালিয়ে ২টি ওয়ান শুটারগানসহ এক আসামীকে গ্রেফতার করেছে। এ সময় আসামীর কাছ হতে মোবাইল ফোন ১টি, সিমকার্ড ১টি জব্দ করা হয়। ধৃত আসামী চারঘাট থানার হলিদাগাছীর সিরাজুল ইসলামের ছেলে শাকিব (৩২)। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানরা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল উল্লিখিত স্থান থেকে অস্ত্রসহ আসামীকে গ্রেফতার করে।
পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।