রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ার ভালুকগাছীতে আমগাছের সাথে মাফলার গলায় বেধে আয়েন উদ্দিন (২২) নামের যুবক আত্মহত্যা করেছে। রোববার (২৪ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভালুকগাছী মাছপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পারিবারিক ভাবে তাকে দাফন করা হয়েছে। এ ব্যাপরে পুঠিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।
জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়নের মাছপাড়া গ্রামের আফসার আলীর ছেলে আয়েন উদ্দিন একই এলাকার জৈনক শাহজাহান আলীর জমিতে আমের গাছের ডালের সাথে নিজের মাফলার জড়িয়ে গলায় বেধে আত্নহত্যা করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পারিবারিক ভাবে তাকে দাফন করা হয়েছে।