সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
পুঠিয়া প্রতিনিধি
বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা, উন্নয়ন সংস্থা প্রতিনিধি ও জনপ্রতিনিধির রাজশাহীর পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
গতকাল বৃহস্পতিবার সকালে পরিকল্পনা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সুলতান মাহমুদ, স্থানীয় সরকার বিভাগের পরিচালক শ্যাম কিশোর রায়, উপ-সচিব আজম ই সাদত, উপ-সচিব ড. আহমেদ উল্লাহ, রাবি অধ্যাপক ড. প্রনব কুমার পান্ডে, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমা নাহার, এমডি, হাইসাওয়া প্রকল্প নুরুর ওসমান, ইউএনডিপির প্রকল্প ম্যানেজার মোজাম্মেল হক, জাইকার মিজানুর রহমান, তীর্থ সিকদার, এফএম আমির উদ্দিন, হোসনে আরা শরীক, প্রকল্প চেয়ারম্যান ও সভাপতি বিইউপিএফ রাজশাহীর আকতারুজ্জামান, ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার, আসলাম উদ্দিন, রিয়াজুল হকসহ এনজিও প্রতিনিধি, ইউপি সদস্য প্রমুখ আগমন করেন। অতিথিরা শিলমাড়িয়া ইউনিয়নের উত্তম চর্চা বিষয়ক বিভিন্ন কর্মকাণ্ড দেখেন ও মতবিনিময় করেন।