রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
পুঠিয়া প্রতিনিধি
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে পুঠিয়ায় র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুর ১২টায় পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, কৃষি অফিসার মনজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার ইলিয়াস, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কমিটির পুঠিয়ার সভাপতি আ. সাত্তার ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।