শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
পুঠিয়া প্রতিনিধি
রাজশাহী পুঠিয়ায় বিশেষ অভিযানে একজন শিবির কর্মীসহ ১৪ জন আসামিকে গ্রেফতার করছে পুলিশ। গত শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। মাদক মামলায় গ্রেফতারকৃতরা হলেন রাজন আলী (২৩), সুজন আলী (১৯), এনামুল হক (২১), নুরুজ্জামান (৩০), আশরাফুল আলী (৩২) ও আলী আজগর (৩০)। নিয়মিত মামলায় গ্রেফতারকৃতরা হলেন, সোহেল পারভেজ (২৭) ও ভুট্টু (২০)। ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন রায়হান আলী, নজরুল ইসলাম, খোদেজা বেগম, আঙ্গুরা বেগম, আয়েজ উদ্দিন। এছাড়া আটককৃত শিবিরকর্মী হলেন পুঠিয়া উপজেলার সরিষাবাড়ী ডাঙ্গাপাড়ার ওসমান আলীর ছেলে মিজানুর রহমান (২৮)।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, গত শনিবার রাত থেকে রোববার ভোর রাত পর্যন্ত পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একজন শিবিরকর্মী, ছয়জন মাদক, দুইজন নিয়মিত ও পাঁচজন ওয়ারেন্টে আসামিকে গ্রেফতার করা হয়েছে।