শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
পুঠিয়া প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় কলেজে অনলাইন বিল পে সিস্টেম ও এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত ডিজিটাল কার্যক্রমের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় পুঠিয়ায় পচামাড়িয়া ডিগ্রি কলেজে এ ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সভায় সভাপত্বিত করেন পুঠিয়া উপজেলার পচামাড়িয়া ডিগ্রি কলেজের ম্যানিজিং কমিটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৫ (পুঠিয়া-দুর্গাপুর) এর সাংসদ আবদুল ওয়াদুদ দারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের নেতা মনিরুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের নেতা আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক এবিএম বয়েজিদ ঠান্টু, সাংগঠনিক সম্পাদক রহিদুল ইসলাম, শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. রহিম মোল্লা, সম্পাদক শুকুর আলী সরদার, পচামাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিষ্ণু পদ সাহা প্রমুখ। সভা শেষে সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।