বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
পুঠিয়া প্রতিনিধি
পুঠিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক শিক্ষক-কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে পুঠিয়া উপজেলা সদরে পুঠিয়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বাশিস এর পুঠিয়া শাখার সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক শিক্ষক-কর্মচারী সমাবেশ-২০১৭ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদআব্দুল ওয়াদুদ দারা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহা. জাহীদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান, অধ্যক্ষ মনিরুল ইসলাম, শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, বাশিস পুঠিয়া শাখার সম্পাদক নাসির উদ্দিন উইলিয়াম প্রমুখ। প্রধান বক্তা ছিলেন, বাশিস রাজশাহী জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারাণ সম্পাদক মো. আব্দুল বারী।