পুঠিয়ায় গৃহবধূর আত্মহত্যা

আপডেট: নভেম্বর ২৪, ২০১৬, ১১:৫৫ অপরাহ্ণ

পুঠিয়া প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার নওদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে পুঠিয়া উপজেলা নওদাপাড়া গ্রামের সোহাগ আলীর স্ত্রী হিরা বেগম (৩০) তার স্বামীর ঘরের তীর বাঁশের সাথে উড়না পেচিয়ে ফাঁস দিয়ে গলায় জড়িয়ে আত্মহত্যা করে।
থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে থানার এসআই মোস্তাকিন ও তার সঙ্গীয় ফোর্স দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ