পুঠিয়ায় জঙ্গি, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী সমাবেশ

আপডেট: জানুয়ারি ১৮, ২০১৭, ১২:০৪ পূর্বাহ্ণ

পুঠিয়া প্রতিনিধি



পুঠিয়ায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ, মাদক ও সাম্প্রাদায়িকতাবিরোধী কমিউনিটি পুলিশের সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার তাড়াশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভুঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন, পুলিশ পরিদর্শক তদন্ত রাকিব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শরীফ কাজী, সমাজসেবক হাওয়া গ্রুপের পরিচালক ওবাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা আ. সামাদ, জিএম হিরা বাচ্চু, আ. জলিল, পূজা উদযাপন পরিষদের পুঠিয়া শাখার সভাপতি স্বপন কুমার নিয়োগী প্রমুখ।