পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট: জুলাই ২৯, ২০১৭, ১২:৪১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় নাজিম উদ্দিন (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কে উপজেলার জায়গিরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিম নওগাঁর রানীনগর উপজেলার ধামুয়া গ্রামের মৃত দানেস উদ্দিনের ছেলে। পুঠিয়ার শিবপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহীগামী একটি ট্রাক জায়গিরপাড়া এলাকায় পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক নাজিম রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাবিবুর রহমান জানান, ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ