পুঠিয়ায় দুইটি গাজার গাছসহ গ্রেফতার ১

আপডেট: ডিসেম্বর ১, ২০১৬, ১২:২৫ পূর্বাহ্ণ

পুঠিয়া প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় এক ব্যক্তির বাড়ির পাশে থেকে দুইটি গাজার গাছসহ বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বিলমাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, এদিন সন্ধা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মতিউর রহমান ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পুঠিয়া উপজেলার বিলমাড়িয়া গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে লুৎফর রহমান (৩৬) এর বাড়ির পার্শ্বে জমি থেকে দুইটি গাজার গাছ উদ্ধার এবং তাকে আটক করে। এ ব্যাপারে পুঠিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে জেলহাজতে পাঠানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ