পুঠিয়ায় দুই মাদকসেবীর কারাদণ্ড

আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০১৭, ১২:০৫ পূর্বাহ্ণ

পুঠিয়া প্রতিনিধি


রাজশাহীর পুঠিয়ায় বিশেষ অভিযানে ১০ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ২ জনকে ভ্রাম্যমান আদালতে কারাদ- প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমা নাহার।
থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ জন মাদকসেবীকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে পুঠিয়া উপজেলা দক্ষিণ জামিড়া গ্রামের জামালের ছেলে বজলুর রহমান ও একই উপজেলার বিলমাড়িয়া গ্রামের ছলেমানের ছেলে আবদুল কাদের মোল্লাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা নাহারের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বজলুরকে ২ বছর ও আব্দুল কাদেরকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে।
আটককৃতরা হলেন, পুঠিয়া উপজেলার বরবরিয়া গ্রামের সুধাংশের ছেলে শাওন কুমার (১৮), একই গ্রামের আনন্দের ছেলে সোনাদ্দ কুমার (১৯), নিরাপদের ছেলে তন্ময় কুমার (২১), খিতিশের ছেলে নিশিত কুমার (২১), বেলপুকুর এলাকার এনামুলের ছেলে আবু সাইদ (২৬), নাটোর জেলার বলদখাল এলাকার আনোয়ার আলীর ছেলে রনি (২৩), একই জেলার গোবিন্দপুর গ্রামের ফরুকের ছেলে মইনুল ইসলাম (২২), একই গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে গোলাম সারোয়ার (২০) বৃহস্পতিবার তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ