পুঠিয়ায় নসিমন খাদে পড়ে নারী নিহত

আপডেট: আগস্ট ১০, ২০১৭, ১:৩০ পূর্বাহ্ণ

পুঠিয়া প্রতিনিধি


রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে নসিমন খাদে পড়ে এক নারী নিহত ও চালক আহত হয়েছে। পবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই হাবিবুর রহমান ও এলকাবাসী জানান, গতকাল সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার বানেশ্বর-খুটিপাড়ার ঢালানের মাঝখানে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে  যায়। এতে চারঘাট উপজেলার হলিদাগাছী সরদারপাড়া গ্রামের মৃত তাইজুদ্দিনের স্ত্রী আমবেয়া (৪০) ও চালক আহত হয়। এ সময় স্থানীয়রা আহত আমবেয়াকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করে। রামেকে চিকিৎসাধীন অবস্থায় আহত আমবেয়া মারা যায়। তবে আহত নসিমন চালকের নাম পরিচয় জানা যায়নি। নিহত আমবেয়া বাঁশপুকুর এলাকার মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ