পুঠিয়ায় নৌকাকে বিজয়ের লক্ষ্যে দারার ভোট প্রার্থনা

আপডেট: ডিসেম্বর ২০, ২০২৩, ৮:৫০ অপরাহ্ণ


দুর্গাপুর প্রতিনিধি:


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব মো আব্দুল ওয়াদুদ দারা গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন ।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে নৌকাকে বিজয়ের লক্ষ্যে নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ ও পথসভা করেন।

গণসংযোগ কালে আব্দুল ওয়াদুদ দারা জনগনের সামনে তুলে ধরছেন সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড। সেই সাথে নিজে দুইবার সংসদ সদস্য থাকাকালীন সময়ের তার অবদানের কথাও তুলে ধরছেন। পাশাপাশি সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে অতীতের মতো আবারও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নৌকাকে বিজয়ী করাতে জনগণের কাছে ভোট চান তিনি।

এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম একরামুল হক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ