রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
পুঠিয়া প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তা উদযাপন উপলক্ষে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহা. জাহীদুল হক, পুঠিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিজয় ঘোষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে আগামী ২৯ ও ৩০ জানুয়ারি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।