পুঠিয়ায় প্রতিবন্ধী ও এতিম শিক্ষার্থীদের সাফল্য

আপডেট: জুলাই ২৮, ২০১৭, ১২:৩৪ পূর্বাহ্ণ

পুঠিয়া প্রতিনিধি


পুঠিয়ার সাধনপুর পঙ্গু শিশু নিকেতন সমন্বিত বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রতিবন্ধী, এতিম ও দ্ররিদ্র শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে সাফল্য লাভ করেছে -সোনার দেম

রাজশাহীর পুঠিয়ার সাধনপুর পঙ্গু শিশু নিকেতন সমন্বিত বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রতিবন্ধী, এতিম ও দ্ররিদ্র শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে সাফল্য লাভ করেছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় শিলমাড়িয়া ইউনিয়নের প্রতিবন্ধী, এতিম, দরিদ্র শিক্ষার্থীদের দেশের একমাত্র কারিগরি বিএম ‘পঙ্গু শিশু নিকেতন সমন্বিত বিজনেস ম্যানেজমেন্ট কলেজ’ এইচএসসি (বিএম)-২০১৭ ফলাফলে ৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৭০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এদের মধ্যে এ প্লাস পেয়েছে ৪ জন, এ পেয়েছে ৫৮ জন, এ মাইনাস পেয়েছে ৮ জন। এবার কারিগরি শিক্ষা বোর্ডে পুঠিয়া উপজেলার সবচেয়ে ভালো ফল অর্জন করেছে এই কলেজটি।
এ ব্যাপারে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ দিলীপ কুমার শীল জানান, এই কলেজ প্রতিবন্ধী, এতিম, দরিদ্রদের দেশের একমাত্র কারিগরি প্রতিষ্ঠান।

এ বিভাগের অন্যান্য সংবাদ