পুঠিয়ায় প্রতিবন্ধী স্কুলের উদ্দ্যোগে বিনামূলে চিকিৎসা সেবা

আপডেট: ডিসেম্বর ২৮, ২০১৬, ১২:০১ পূর্বাহ্ণ

পুঠিয়া প্রতিনিধি


রাজশাহীর পুঠিয়ায় প্রতিবন্ধী স্কুলের উদ্দ্যোগে বিনামূলে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত উপজেলার ভালুকগাছী ইউনিয়নের নন্দনপুর এলাকার মরহুম ওয়াজেদ হোসেন প্রতিবন্ধী স্কুলে বিনামূলে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক হায়দার আলী, সমাজ সেবক মাহামুদুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাজশাহী জেলার বাঘা অফিসের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবদুল আহাদসহ ডাক্তার ও সেবক সেবিকারা ভ্রাম্যমাণ মোবাইল হাসপাতলের মাধ্যমে উপস্থিত হয়ে প্রতিবন্ধী শিশু ও এলাকাবাসীকে বিনামূল্যে চিকিৎসা ও থেরাপি সেবা প্রদান করে। #

শিহাব

এ বিভাগের অন্যান্য সংবাদ