রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
পুঠিয়া প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সদরের জিন্না ডাক্তারের বাড়িতে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড মিশন ২১ রাজশাহী জোনের এমএস এন্টার প্রাইজের মো. মাহবুবুল হাসানের উদ্দ্যোগে এ স্বাস্থ্য ক্যাম্পেইনে নাটোর থেকে আগত ডা. শাকিল আহমেদ ও ডা. মোছা. সোহান নাজনীন চিকিৎসা সেবা প্রদান করেন। সহযোগিতা করেন বিস্মিল্লাহ ডায়াগস্টিক সেন্টার। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে উপজেলার বিভিন্ন স্থান থেকে পুরুষ, নারী, বৃদ্ধ ও শিশুরা চিকিৎসা সেবা নিতে ভিড় করে।