সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
পুঠিয়া প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে এক যাত্রী নিহত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার গোপালহাটি নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন বিকেল ৫টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার গোপালহাটি নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী নিউ রাজশাহী ডিলাক্স গাড়ি ছাদের যাত্রী তোফাজ্জল হোসেন (৩৫) ছাদ থেকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়েছে। তোফাজ্জাল হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার হাউজফুল গ্রামের নাজিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে পবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মনির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। তবে বাসটি দ্রুতগামী হওয়ায় তাকে আটক করা সম্ভব হয় নি। তবে নিহতের পকেট থেকে নিউ রাজশাহী ডিলাক্স গাড়ির একটি টিকিট পাওয়া গেছে।