সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
পুঠিয়া প্রতিনিধি:
সারাদেশে বিএনপি-জামায়াতের আগুন-সন্ত্রাস, নৈরাজ্য, প্রধান বিচারপতির বাসভবন, সাংবাদিক ও হাসপাতালে হামলা এবং পুলিশ হত্যার প্রতিবাদে রাজশাহীর পুঠিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলা সদরে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা চেয়ারম্যান জি. এম. হিরা বচ্চু।
প্রথমে উপজেলা পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। সে সময় সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় ছাত্রলীগ রাজশাহী জেলা শাখার সাবেক-সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু, পুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ফয়েজ উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম টিপু, পুঠিয়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন, জয়নাল আবেদিন, জেবের মোল্লা, ইউপি সদস্য সেন্টু ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।