বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
পুঠিয়া প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক পুকুর শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার গন্ডোগোহালী গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বারইপাড়া গ্রামের মংলা সরদারের ছেলে সেলিম সরদার (২৮) সোমবার দুপুরে একই উপজেলার গন্ডোগোহালী গ্রামের আলি হোসেনের ছেলে আনোয়ার হোসেন ও তার ছোট ভাই মরহুল সারোয়ার হোসেন মিঠুনের পুকুরে মাছের খাবার দিতে যায়। আলোকিত করার জন্য দূর থেকে ড্রপ তারের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দেয়া ছিলো পুকুরটিতে। হঠাৎ বিদ্যুতের তার ছিড়ে গিয়ে পুকুরে পড়লে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে যায়। সেই পুকুরে সেলিম সরদার মাছের খাবার দিতে নামলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় পুকুরের পাহারাদারসহ স্থানীয়রা এগিয়ে এসে বিদ্যুতের সংযোগটি বিচ্ছিন্ন করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ ছায়েদুর রহমান ভূইয়া জানান, লাশটি থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।