পুঠিয়ায় বিশেষ অভিযানে গ্রেফতার ৫

আপডেট: জানুয়ারি ২৮, ২০১৭, ১২:১১ পূর্বাহ্ণ

পুঠিয়া প্রতিনিধি



রাজশাহীর পুঠিয়ায় বিশেষ অভিযানে নাশকতাসহ বিভিন্ন মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত থানার এসআই রইজ ও তার সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন স্থান থেকে ৫ জনকে আটক করে। নাশকতা মামলায় আটককৃত আসামিরা হলেন, পুঠিয়া উপজেলার জামিড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আকাশ (২৪)। এছাড়া বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত আসামি হলেন, একই উপজেলার দক্ষিণ জামিড়া গ্রামের জিল্লুর রহমানের পুত্র হৃদয় (২০) ও জামিড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে জয়নাল আলী (৫০), এছাড়া মাদকদ্রব্য মামলায় আসামিরা হলেন, সিরাজগঞ্জ জেলার সলাংগা উপজেলার সাতটিকরি গ্রামের গোলজার রহমানের ছেলে সুলতান আলী (৪১) ও একই উপজেলার নাইমুরী গ্রামের মৃত আ. রশিদের ছেলে নাসিরুদ্দিন (৪০)। এদের আটক করে থানায় সোপর্দ্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুঠিয়া সার্কেল। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ