পুঠিয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত

আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০১৭, ১২:৩৩ পূর্বাহ্ণ

পুঠিয়া প্রতিনিধি



একমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, সাম্প্রদায়িকতা মুক্ত পাঠ্যপুস্তক প্রণয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক বাংলাভাষায় পাঠদান কোচিং নিষিদ্ধের দাবিতে পুঠিয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রেসিডিয়াম সদস্য ও পুঠিয়া থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী সাহেদ হোসেন দুলাল। এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক রাজশাহী প্রতিদিন পত্রিকার সম্পাদক বিজয় কুমার ঘোষ, সম্বিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আইয়ুব রানা, পৌর আ’লীগের যুগ্মসম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার সরকার, পূজা উদযাপন পরিষদের পুঠিয়া পৌর শাখার সভাপতি পলাশ দাস, চন্দ্রাবতি থিয়েটারের সভাপতি মিঠুন কুমার ঘোষ, সম্পাদক আল-মামুন, বিরালদহ থিয়েটারের সভাপতি সাদ্দাম, সবুজ থিয়েটারের সভাপতি মো. হৃদয় প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ