শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
পুঠিয়ায় আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) রাত ৮ টায় পুঠিয়া উপজেলার নয়াপাড়া গ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়নের আয়োজনে রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুর রহমান মোল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ সদস্য কাজী আব্দুল ওয়াদুদ দারা। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ,দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার,এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহযোগী বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।