পুঠিয়ায় যুবক খুন ।। লাশের মাথায় আঘাতের চিহ্ন

আপডেট: আগস্ট ৮, ২০১৭, ১:৪৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহীর পুঠিয়া উপজেলায় জিয়াউর রহমান ওরফে জিয়া (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে নিজ বাড়ির ঘরের ভেতর থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। জিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত জেকের আলীর ছেলে। জেকের আলী একজন সেনা সদস্য এবং মুক্তিযোদ্ধা ছিলেন।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান বলেন, ‘নিহত জিয়ার বাবা-মা কেউ বেঁচে নেই। তার বোনদের বিয়ে হয়ে গেছে। আর দুই ভাইও থাকেন বাইরে। বাড়িতে একাই থাকতেন জিয়া। তিনি বিয়েও করেননি। জিয়ার নিজ ঘরের ভেতরই তার লাশ পাওয়া যায়।’
ওসি জানান, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সেখান থেকে রক্তপাত হচ্ছিল। এছাড়া কোমরে জখম পাওয়া গেছে। মেঝেতে লাশ পড়ে থাকলেও গলায় পেঁচানো ছিল একটি রশি। এ কারণে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা সায়েদুর রহমান আরও জানান, সন্ধ্যার দিকে জিয়ার বাড়িতে লাশ পড়ে থাকার খবর পেয়েই তারা ঘটনাস্থলে যান। তবে প্রথম কে লাশ দেখেছেন তা কেউ স্বীকার করছেন না। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার ঘণ্টাখানেক আগে জিয়ার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সার্বিক বিষয় নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ