পুঠিয়ায় যৌন হয়রানি ও চুরির দায়ে দুইজনের কারাদ-

আপডেট: নভেম্বর ২৪, ২০১৬, ১১:৫৭ অপরাহ্ণ

পুঠিয়া প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় যৌন হয়রানি ও চুরির দায়ে দুইজনের বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার সন্ধ্যায় কারাদ-ের পর গতকাল বৃহস্পতিবার তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় পুঠিয়া উপজেলার পশ্চিমভাগ গ্রামের নজিম উদ্দিন এর ছেলে রবিন ইসলামকে (২০) একজন পিএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে ৭ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুজ্জামান। অপরদিকে একই জেলার বাগমারা উপজেলার হাটগাংঙ্গপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে শহিদ আফ্রিদি শুভকে (১৯) ভ্যান চুরির অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। পরে গতকাল তাদের দুইজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ