সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
পুঠিয়া প্রতিনিধি
রাজশাহীর চারঘাট এলাকা থেকে আলোচিত পুঠিয়ায় শিশু নির্যাতনের ঘটনায় একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রকিবুল হাসান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে থানার এসআই রইজ ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গ্রাম শিবপুর এলাকার মৃত তফেজ উদ্দিন এর পুত্র গাড়ীর সুপারভাইজার জুলমতকে (৬৫) গ্রেফতার করে।
২১ ফেব্রুয়ারি সকালে পুঠিয়া তেল পাম্পে রাখা একটি গাড়ির সিডি প্লেয়ার চুরির অভিযোগ একটি শিশু ট্রাকের সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ইতোপূর্বে দুইজন আসামিকে গ্রেফতার করে। আর মঙ্গলবার রাতে গাড়ির সুপারভাইজার জুলমতকে গ্রেফতার করা হয়।