পুঠিয়ায় হিউম্যান হলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে নিহত ১

আপডেট: জানুয়ারি ৮, ২০১৭, ১২:০৫ পূর্বাহ্ণ

পুঠিয়া প্রতিনিধি


পুঠিয়ার বানেশ্বরে হিউম্যান হলার ও মোটসাইকেলের মুখোমুখি সংর্ঘষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তি পুঠিয়া উপজেলার বানেশ্বর নামাজ গ্রামর পশ্চিমপাড়ার এমদাদ হোসেনের  ছেলে সাগর (২৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুর ২ টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর হাট থেকে মোটসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সাগর এ সময় পথে বানেশ্বর বাজারে বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যান হলারের নম্বর (রাজ মেট্রো চ-১১-০২৯৩) সাথে মুখোমুখি সংর্ঘষের ঘটনাস্থলে মারা যান সগর। পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজের্ন্ট মনিরুজ্জামান মনির জানান, হিউম্যান হলার গড়িটি  রেখে চালক পালিয়ে যায়। তবে গাড়িটি আটক করে ফাঁড়িতে আনা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ