সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
পুঠিয়ায় ১টি পুরাতন কষ্টি পাথরের মূল্যবান পার্বতী মূর্তিসহ ২জন গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে ব্যাব এই তথ্য জানায়। সদর কোম্পানি, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ২৪ মার্চ দিবাগত রাতে পুঠিয়ায় অভিয়ান চালিয়ে এই মূর্তিটি উদ্ধার করে। এসময় গোদাগাড়ীর পাকা এলাকার মোজাফ্ফর হোসেনের ছেলে জহুরুল হক (৪৫), পুঠিয়ার খলিফা পাড়া এক কিশোরকে (১৬) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের পুঠিয়া থানায় হস্তান্তর করে র্যাব।