সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
র্যাব-৫, রাজশাহীর সিপিসি- মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৬ জুলাই) দিকে পুঠিয়া থানাধীন কাঠালবাড়িয়া এলাকা থেকে ৩৯ কেজি গাজা সহ ২ জনকে আটক করেছেন।
ধৃত ব্যক্তিরা হলোÑ থানার শ্রীপুরের খোরশেদ আলমের পুত্র মো. রাশেদ মিয়াজী (২৪) ও বি-বাড়িয়ার কসবা থানার বিশরাবাড়ির শহিদ মিয়ার পুত্র মো. শাহজাহান মিয়া (২২)। তাদের কাছ থেকে গাজা ছাড়াও ১টি পিক-আপ. ২টি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড ও নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা করা হয়েছে। র্যাব কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।