পুঠিয়া উপজেলায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ৯, ২০২৩, ১০:৫০ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


শনিবার (০৯ ডিসেম্বর) বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় পুঠিয়া উপজেলার অন্তর্গত ভালুকগাছি ইউনিয়নের ধোকরাকুল উচ্চবিদ্যালয় হলরুমে রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন বাস্তবায়ন করা হয়। নারী সমাবেশে সভাপতিত্ব করেন ভালুকগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক ফরহাদ হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন, রাজশাহী জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধোকরাকুল উচ্চবিদ্যালয় ম্যানেজমেন্ট কমিটির সভাপতি খলিলুর রহমান, ভালুকগাছি ইউনিয়ন পরিষদ এর সংরক্ষিত মহিলা সদস্য মেরজান বেগম প্রমুখ।

বক্তাগণ বাল্যবিবাহের কুফল, মাদক, গুজব, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, তথ্য অধিকার, নারী শিক্ষার গুরুত্ব প্রভৃতিজন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া বক্তাগণ ডেঙ্গুপ্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, নারী সমাবেশের শুরুতে ধোকরাকুল উচ্চবিদ্যালয় হলরুমে দুর্নীতি প্রতরোধ, মাদক, বাল্যবিবাহ, ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেনসহকারী তথ্য অফিসার রেজওয়ান মোরশেদ রাজশাহী জেলা তথ্য অফিস ।

এ বিভাগের অন্যান্য সংবাদ