পুঠিয়া-দুর্গাপুরে ঈগল ও নৌকার মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

আপডেট: জানুয়ারি ৫, ২০২৪, ৪:৩১ অপরাহ্ণ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ৬ জন প্রার্থী থাকলেও ভোটের মাঠে লড়াই হবে মূলতঃ ঈগল ও নৌকার মাঝে । সাথে কিছু ভোট পাবেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের সাবেক এমপি অধ্যাপক আবুল হোসেন। আওয়ামী লীগেরই দুই প্রার্থী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও দু’বারের সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা (নৌকা) এবং কেন্দ্রীয় উপ-কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমানের (ঈগল) মাঝে।

নির্বাচনের শেষ মুহূর্তে এসে সাধারণ মানুষের মাঝে ঈগলের ওবায়দুরের জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে।
তবে বুধবার (৩ জানুয়ারি) বানেশ্বর সরকারি কলেজ মাঠে রাজশাহীর ৬ টি আসেনর প্রার্থী ও নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল নির্বাচনি জনসভার পর থেকে নৌকার পালে হাওয়া লাগতে শুরু করেছে।

নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা নৌকা প্রতিক নিয়ে ফুরফুরে মেজাজে থাকলেও স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান তৃণমূলের ভোটার ও বিএনপির কিছু অংশ ভোটারের ভোট নিয়েই তিনি রয়েছেন শক্ত অবস্থানে। কিন্তু শেষ পর্যন্ত বিএনপির একটি অংশ যদি ভোট কেন্দ্রে ভোট দিতে না যায় তাহলে ভোটের ফলাফল ভিন্ন দিকে মোড় নিতে পারে।

বাকি আরও তিনজন প্রার্থী হলেন, মো. মকলেছুর রহমান মাছ প্রতীক, শরিফুল ইসলাম সাবু নোঙ্গর প্রতীক এবং আলতাব হোসেন মোল্লা একতারা প্রতিক নিয়ে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩৭ হাজার ১৯৮ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬৯ হাজার ১৩১ জন, মহিলা ভোটার ১ লক্ষ ৬৮ হাজার ৬৩ জন এবং ৪ জন হিজড়া ভোটার। এই আসনে ১৩২টি ভোট কেন্দ্রের ৭৮১ টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ