বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
ছেলে সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। মঙ্গলবার ২০ ডিসেম্বর স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ছেলে সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী।
কারিনার মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে টাইমস অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান এক্সপ্রেস। খবরে বলা হয়েছে, মা ও ছেলে দু’জনই সুস্থ আছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কারিনা সন্তান জন্ম দিয়েছেন। তবে কারিনা-সাইফের ছেলের নাম এখনোই ঘোষণা দেয়নি নবাব পরিবার।
হাসপাতালে কারিনার পাশে রয়েছেন কারিনার বাবা রণধীর কাপুর ও বোন কারিশমা কাপুর।
নবজাতকের নানা রণধীর কাপুর উচ্ছ্বসিত হয়ে গণমাধ্যমকে বলেছেন, ‘আজ আমাদের খুশির দিন। কারিনা ও তার ছেলে সুস্থ আছেন।’
সাইফ-কারিনার সম্পর্কের শুরু ২০০৭ সালে। এরপর ২০০৯ সালের অক্টোবরে প্রকাশ্যে তাদের প্রেমের কথা জানান সাইফ। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি।