পুরস্কার মানেই অনুপ্রেরণা: মাশরাফি

আপডেট: আগস্ট ১, ২০১৭, ১২:৪৫ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


ঝুলন গোস্বামীর হাত থেকে পুরস্কার নিচ্ছেন মাশরাফি

খেলোয়াড়ি জীবনে তিনি কম পুরস্কার পাননি। তবু কলকাতার এবিপি-আনন্দ টেলিভিশন চ্যানেলের ‘সেরা বাঙালি’ পুরস্কার পেয়ে মাশরাফি বিন মুর্তজা অভিভূত। বাংলাদেশের সফলতম ক্রিকেট অধিনায়ক জানালেন, কীভাবে প্রতিটি পুরস্কার এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় তাকে।
ক্রীড়াঙ্গনে অবদান রাখার জন্য এ পুরস্কার পেয়েছেন মাশরাফি। কলকাতায় গত শনিবার রাতে এক জমকালো অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন ভারতের নারী ক্রিকেটার ঝুলন গোস্বামী। অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলীর পর মাশরাফিকে ‘সেরা বাঙালি অধিনায়ক’ হিসেবে উল্লেখ করা হয়।
টাইগারদের ওয়ানডে অধিনায়ককে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয় অনুষ্ঠানে। যেখানে ছিল মাশরাফির বেড়ে ওঠা এবং বাংলাদেশ দলের অধিনায়ক হয়ে ওঠার গল্প।
একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল এবং চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মাশরাফি পুরস্কারটা পেয়ে দারুণ খুশি, ‘যে কোনও পুরস্কারই মানুষকে ভালো করতে অনুপ্রাণিত করে। এটা খুবই স্বাভাবিক। দেশের জন্য কিছু করতে পারছি, মানুষকে কিছু দিতে পারছি ভেবে খুব ভালো লাগছে। একজন ক্রিকেটার হিসেবে এমন পুরস্কার আমাকে অনুপ্রাণিত করবেই।’
এর আগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই পুরস্কার পেয়েছিলেন। মাশরাফির আশা, আগামী দিনে বাংলাদেশের আরও অনেকেই ‘সেরা বাঙালি’ পুরস্কার পাবেন, ‘বাংলাদেশ থেকে এখানে এসে এই পুরস্কার নেওয়ার অনুভূতি অন্যরকম। এর আগে আমাদের দেশের দুজন ক্রিকেটার এই পুরস্কার পেয়েছিলেন, এবার আমি পেলাম। আশা করি, ভবিষ্যতে আমাদের আরও অনেক খেলোয়াড় এখানে আসার সুযোগ পাবেন।’-বাংলা ট্রিবিউন