শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
মশা মানেই নানা রোগের সমাহার। সেখানে ডেঙ্গু থেকে শুরু করে ইয়েলো ফিভার, জিকা, ম্যালেরিয়া কী নেই। তবে মশার রোগ প্রতিরোধ ঠেকাতে নতুন পন্থা নিতে চলেছেন বিজ্ঞানীরা। পুরুষ মশাদের যদি কানে কালা করে দেওয়া যায় তাহলে তারা স্ত্রী মশাদের সঙ্গে সঙ্গম করতে পারবে না এবং বংশবৃদ্ধিও ঘটবে না।
প্রতিটি পুরুষ এবং স্ত্রী মশা ওড়ার সময় নিজেদের পালক থেকে একটি বিশেষ ধরণের শব্দ তৈরি করে। এই শব্দ শুনেই তারা একে অপরের দিকে আকর্ষণ বোধ করে। ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয় এবিষয়ে তাদের গবেষণা চালিয়ে যাচ্ছেন।
কীভাবে পুরুষ মশাকে কালা করা যায় সেটি তাদের গবেষণার মূল বিষয়। গবেষকরা একটি প্রোটিনের খোঁজ পেয়েছেন। এই প্রোটিন যদি কানে যায় তাহলে শোনার ক্ষমতা লুপ্ত হয়ে যায়।
যদি এই প্রোটিনকে স্প্রে আকারে ছড়িয়ে দেওয়া যায় তাহলে পুরুষ মশার কানে শোনার ক্ষমতা লোপ পাবে। ফলে স্ত্রী মশার পাখনার শব্দ তারা আর শুনতে পারবে না। এতে উভয়ের মধ্যে মিলনে বিঘ্ন ঘটবে। সমীক্ষা থেকে গিয়েছে মশাবাহিত সমস্ত রোগ ছড়িয়ে দেয় স্ত্রী মশারাই। প্রতি বছর স্ত্রী মশারা ৪০০ মিলিয়ন মানুষের দেহে রোগ ছড়ায়।
এই সংক্রমণকে বন্ধ করতে চাইছে বিজ্ঞানীরা। যদি পুরুষ মশার সঙ্গে স্ত্রী মশার মিলন রোখা যায় তবেই এই সংক্রমণ আটকানো সম্ভব হবে। নতুন এই স্প্রে যদি আবিষ্কার হয়ে যায় তাহলে মশার বংশ সমূলে ধ্বংস হবে এমনটাই দাবি বিজ্ঞানীদের।
তথ্যসূত্র: আজহকাল অনলাইন