রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২২ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি :
হিন্দু আইন ও পূজা পদ্ধতি, খাদ্যপুষ্টি ও স্বাস্থ্যসেবা, ভূমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ে ৯ দিনব্যাপি প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সাহেব বাজার কালিমন্দিরে বিকেল ৩ টার দিকে এই সমাপনী অনুষ্ঠানে জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন পুরোহিতকে সনদপত্র বিতরণ করা হয়। জেলা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট হীরা বালার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী তপন কুমার সেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক বেবব্রত বর্মণ, নগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী প্রমুখ।