শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে গতকাল শনিবার মোট ৫১ জনকে আটক করা হয়েছে। এতে নগরীর চারটি থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত মধ্যে বোয়ালিয়া মডেল থানা ২৪ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা ১১ জন, শাহমখদুম থানা একজন জন ও ডিবি পুলিশ চারজনকে আটক করে। এদের মধ্যে ১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ৩ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে আটক ৩৪ জন।
বোয়ালিয়া মডেল থানা পুলিশ সোহেল রানাকে (২৫) ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ মো. মানিককের কাছ থেকে (৩১) ১০ গ্রাম হেরোইন ও শহিদুল ইসলামের কাছ থেকে ৪ গ্রাম হেরোইন আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।