পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার. গ্রেফতার ১

আপডেট: জুলাই ১, ২০২৪, ১২:৫৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী মহানগরী’র চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে চন্দ্রিমা থানা পুলিশ। খবর বিজ্ঞপ্তির।

ধৃত আসামি রফিকুল ইসলাম সেন্টু (৪৩) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার সাহাপুর কাকাইলকাটি গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে। সে বর্তমানে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় বসবাস করে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সোমবার (৩০ জুন) বিকালে আরএমপি’র পুলিশের একটি টিম সন্ধ্যা পৌনে ৬ টায় চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রফিকুল ইসলাম সেন্টুকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার হয়।

গ্রেফারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় পূর্বে একটি মাদকের মামলা রয়েছে। তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version